রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

ভারতের শিরোপা জয়! চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউইদের হারিয়ে রোহিতদের উল্লাস

ডেস্ক রিপোর্টার
  • আপডেট সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৬ বার পঠিত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটের জয় তুলে নেয় রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।

প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৭ উইকেটে ২৫১ রান সংগ্রহ করে। ড্যারিল মিচেল ৬৩ এবং মাইকেল ব্রেসওয়েল ৫৩ রান করেন। জবাবে ভারতের হয়ে রোহিত শর্মা ৭৬ এবং লোকেশ রাহুল ৩৪ রান করে দলকে জয় এনে দেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা ভালো হয়। তবে ভারতীয় বোলাররা দলকে নিয়মিত বিরতিতে উইকেট এনে দেন। মিচেল এবং ব্রেসওয়েলের হাফ-সেঞ্চুরিতে কিউইরা সম্মানজনক সংগ্রহ পায়।

২৫২ রানের লক্ষ্যে খেলতে নেমে ভারতের শুরুটাও হয় দারুণ। রোহিত এবং শুভমান গিল ১০৫ রানের জুটি গড়েন। এরপর কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত জয় তুলে নেয় ভারত।

এই জয়ের মাধ্যমে ভারত তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতল। এর আগে ২০০২ (যৌথভাবে) এবং ২০১৩ সালে শিরোপা জিতেছিল তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com