শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার জনগণ পছন্দ করে না : প্রিন্স

ডেস্ক রিপোর্টার
  • আপডেট সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৯ বার পঠিত

বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “পবিত্র ইসলাম ধর্ম বিশৃঙ্খলা, উশৃঙ্খলতা, নৃশংসতা বা কট্টরপন্থা অনুমোদন করে না। ইসলাম শান্তির ধর্ম। ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা জনগণ পছন্দ করে না।”

শনিবার (৮ মার্চ) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে স্থানীয় আলেম-ওলামা, ইসলামী চিন্তাবিদ, ইমাম ও এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ সংযোজন করেছিলেন। বিএনপি সেই ধারা অনুসরণ করে ধর্মীয় মূল্যবোধ এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস রেখে রাষ্ট্র পরিচালনা করবে।”

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “আলেম ওলামা, ইমামগণ সমাজের নেতৃত্ব প্রদানকারী ব্যক্তি। তারা ধর্মীয় মূল্যবোধ জাগ্রত রেখে সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষায় সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধাদান করেন। তারা আদর্শ জাতি গঠনের প্রধান কারিগর। অথচ রাজনীতির কারণে একদিকে আওয়ামী লীগ যেমন আলেম ওলামাদের মিথ্যা অপবাদ দিয়ে নিগৃহীত করেছে। তেমনিই একটি গোষ্ঠী বুঝে না বুঝে ইসলামের নামে অনাকাঙ্ক্ষিত কাজ করে দেশে বিদেশে আলেম ওলামা ও মুসলমানদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করতে তৎপর।”

হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান বদরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, হালুয়াঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোয়াজ্জেম হোসেন, মাঝিয়াইল মাদ্রাসার মুহতামিম হজরত মাওলানা নূর হোসাইন, হালুয়াঘাট উপজেলা জামে মসজিদের ইমাম মুফতি আবুল খায়ের, ধারা বাজার জামে মসজিদের ইমাম মুফতি বেলাল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com