দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া প্রেম ও সম্পর্ক নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন। ‘লাস্ট স্টোরিজ ২’ ছবির শুটিংয়ের সময় অভিনেতা বিজয় বর্মার সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। কিন্তু এখন তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে।
তামান্না সাক্ষাৎকারে বলেন, ‘ভালোবাসায় কোনও শর্ত থাকে না। যদি থাকে, তাহলে সেটা ভালোবাসা নয়। যখন আপনি প্রেমে পড়েন, তখন আপনার কারও কাছ থেকে কোনও প্রত্যাশা করাও উচিত নয়। যদি সেটা থাকে, তবে এটি প্রেম নয় বরং ব্যবসা। আমি মনে করি ভালোবাসা এবং আবেগ একই। তুমি তোমার পোষ্যকে ভালোবাসো, তুমি তোমার মা-বাবাকে ভালোবাসো, তুমি তোমার সঙ্গীকে ভালোবাসো। এটা হলো ভালোবাসা, যা তুমি বিভিন্ন ভাবে দেখাও।’
তিনি আরও বলেন, ‘আমি বুঝতে পেরেছি যে, যদি কাউকে ভালোবাসি, তাহলে আমাকে তাকে স্বাধীন রাখতে হবে। আমার মনে হয় তুমি একজন মানুষের উপর নিজের মতামত চাপিয়ে দিয়ে ভালোবাসতে পারো না। আমরা আমাদের মা-বাবাকে মনের মতো করে বেছে নিতে পারি না। তবে আমরা ভালো বন্ধু এবং আমাদের সঙ্গী খুঁজে পেতে পারি। তাই সঠিক ব্যক্তি নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। কখনও কখনও জীবনে এমন খেলা চলে, যা আপনি চাইলেও নিয়ন্ত্রণ করতে পারবেন না। কিন্তু আজকের প্রজন্ম এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং এই কারণেই সম্পর্ক ভেঙে যায়।’
বিজয় বর্মার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে তামান্না সরাসরি কিছু না বললেও, তার এই মন্তব্যগুলো সম্পর্ক ভাঙার কারণ হিসেবে মনে করছেন অনেকে।