রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

আল-আকসায় রমজানে কড়া বিধিনিষেধ নেতানিয়াহুর, জুমায় প্রবেশ সীমিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৫ বার পঠিত

রমজান মাসে আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায়ের ক্ষেত্রে নতুন এবং কঠোর বিধিনিষেধ জারি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ, ৫০ বছরের বেশি বয়সী নারী এবং ১২ বছরের কম বয়সী শিশুরা শুক্রবার জুমার নামাজের সময় আল-আকসা চত্বরে প্রবেশ করতে পারবেনা। প্রবেশযোগ্য ব্যক্তিদের নিরাপত্তা ছাড়পত্র সংগ্রহ করে মসজিদ চত্বরে প্রবেশের সময় তা দেখাতে হবে। আল-আকসা মসজিদ চত্বরের আশেপাশে বসানো সেনা চেকপোস্ট থেকে এই ছাড়পত্র সংগ্রহ করতে হবে।

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে আল-আকসা মসজিদের গুরুত্ব তৃতীয় স্থানে। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে কাবা এবং মসজিদে নববি। ইসলামের আবির্ভাবের প্রাথমিক যুগে আল-আকসা মসজিদকে কেবলা করে নামাজ আদায় করতেন মুসলমানরা। পরে নবীর মেরাজের পর কেবলার পরিবর্তন হয়।

আনাদোলু এজেন্সি সূত্রে জানা যায়, এই বিধিনিষেধের কারণে রমজানে আল-আকসায় নামাজ আদায়ে মুসল্লিদের সংখ্যা কমে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com