বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অবশেষে বিশ্ব ফুটবল সংস্থা ফিফার আর্থিক নিষেধাজ্ঞার বেড়াজাল থেকে মুক্তি পেল। দীর্ঘদিন ধরে ফিফার তহবিল ব্যবহারে অনিয়মের অভিযোগে বাফুফেকে কিস্তিতে অনুদান প্রদান করা হতো। তবে, শুক্রবার সন্ধ্যায় ফিফা এক চিঠির মাধ্যমে বাফুফেকে স্বাভাবিক প্রক্রিয়ায় অনুদান প্রদানের সিদ্ধান্ত জানিয়েছে।
ফিফার এই সিদ্ধান্তের ফলে বাফুফের নতুন কমিটির জন্য এটি একটি বড় ধরনের স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। এখন থেকে বাফুফে স্বাভাবিক কিস্তিতে ফিফার অনুদান পাবে, যা ফেডারেশনের উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে। পাশাপাশি, বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে আবেদনের সুযোগও বৃদ্ধি পাবে।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফিফার একটি প্রতিনিধি দল বাফুফের আর্থিক তহবিল অডিট করতে ঢাকায় আসে। ধারণা করা হচ্ছিল, মার্চের মাঝামাঝি সময়ে ফিফা তাদের প্রতিবেদন প্রকাশ করবে। তবে, প্রত্যাশার এক সপ্তাহ আগেই ফিফা এই সুখবরটি বাফুফেকে জানায়। ঢাকায় আসা প্রতিনিধি দলের প্রতিবেদনের ভিত্তিতেই ফিফা এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বলে জানা গেছে।
ফেডারেশনের তথ্য অনুযায়ী, ২০১৮ সাল থেকে বাফুফে ফিফার আর্থিক অস্বচ্ছতার তালিকায় ছিল। অতিরিক্ত কিস্তিতে অনুদান পাওয়া ফেডারেশনের জন্য অসম্মানজনক ছিল। ফিফা আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করার পর নতুন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের অন্যতম লক্ষ্য ছিল বাফুফেকে এই তালিকা থেকে বের করা। নতুন সভাপতি তাবিথ আউয়ালও ফিফা প্রতিনিধির সাম্প্রতিক ঢাকা সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন।
ফিফার এই সিদ্ধান্তের ফলে বাফুফের জন্য দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান হলো এবং এখন থেকে ফেডারেশন আরও স্বচ্ছতার সঙ্গে ফুটবল উন্নয়নে কাজ করতে পারবে বলে আশা করা যাচ্ছে।