মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক অনুদান বাতিলের ঘোষণার পরপরই বন্ধ হয়ে গেছে ভারতের প্রথম ট্রান্সজেন্ডার ক্লিনিক। গত মাসেই হায়দরাবাদে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য তৈরি তিনটি ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে।
এত দিন ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) বিশ্বের বিভিন্ন দেশে নানা মানবিক কাজের জন্য অনুদান দিত। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পরই ৯০ দিনের জন্য এই অনুদান স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। যার প্রভাব পড়েছে ভারতেও।
২০২১ সালের জানুয়ারিতে ভারতের প্রথম ট্রান্সজেন্ডার ক্লিনিক গড়ে ওঠে হায়দরাবাদে। তার নাম মিত্র ক্লিনিক। তৃতীয় লিঙ্গের মানুষদের চিকিৎসাসহ নানা পরিষেবা দেওয়ার জন্যই এই ক্লিনিক খোলা হয়েছিল। সাধারণ স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি এইচআইভির কাউন্সেলিং, স্ক্রিনিং, চিকিৎসা করা হতো এই সব ক্লিনিকে। এ ছাড়া এইচআইভি আক্রান্তদের সামাজিক এবং আইনি সাহায্যও করা হতো এই সব ক্লিনিকের মাধ্যমে। ট্রান্সজেন্ডাররাও সেই সব ক্লিনিকে কাজ করতেন। হায়দরাবাদে মিত্র ক্লিনিকের সাফল্য দেখে পুনে এবং কল্যাণে আরও ২টি ক্লিনিক খোলা হয়েছিল। মার্কিন অনুদান বন্ধের জেরে তিনটি ক্লিনিকই এখন বন্ধ।
মিত্র ক্লিনিকের সঙ্গে জড়িত ট্রান্স হেলথ এক্সপার্ট রচনা বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট জানুয়ারি মাসের একেবারে শেষে অনুদান বন্ধের ঘোষণা করার পর থেকেই বন্ধ রয়েছে ক্লিনিক। আমাদের জানানো হয় মার্কিন প্রেসিডেন্ট ক্লিনিকের জন্য ফান্ডিং বন্ধ করে দিয়েছেন। তার পর থেকেই ক্লিনিক বন্ধ রয়েছে।’
যুদ্ধের জন্য মিত্র দেশকে অস্ত্র জোগানো থেকে আফ্রিকার গরিব দেশের মানুষের উন্নয়ন, বিভিন্ন খাতে বিশ্বের নানা দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের অনুদান পেয়ে থাকে। একাধিক মার্কিন প্রেসিডেন্টের শাসনকালে আর্থিক সাহায্যের এ রকম বিভিন্ন প্যাকেজ দেওয়া হয়েছে বিশ্বের অনেক দেশকেই। এবার সব ধরনের অনুদান বন্ধের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প গত জানুয়ারিতে একটি নির্বাহী আদেশ জারি করে বিদেশি সাহায্যে ৯০ দিনের জন্য বিরতি দিয়েছিলেন।
সূত্র : বিবিসি, হিন্দুস্তান টাইমস