জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এবং তমা মির্জা অভিনীত “দাগি” সিনেমার শুটিং সম্প্রতি শেষ হয়েছে। পরিচালক শিহাব শাহীন তার ফেসবুক পেজে ১২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে এই খবরটি নিশ্চিত করেছেন। ভিডিওতে দেখা যায়, শুটিং শেষে সিনেমার কলাকুশলীরা আনন্দে “র্যাপ আপ” বলে চিৎকার করছেন। নিশো মজা করে বলেন, “সকল মুখের ঝগড়ার সমাপ্তি। এখন থেকে হাতাহাতি হবে!”
“দাগি” সিনেমাটি নিয়ে এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, “শিহাব শাহীন ‘দাগি’ সিনেমায় একটি চমৎকার গল্প নিয়ে হাজির হয়েছেন এবং এই গল্পের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আফরান নিশো। একটি ভালো গল্পনির্ভর চলচ্চিত্র হিসেবে ‘দাগি’র নির্মাণে পরিচালকের চাহিদা অনুযায়ী আমরা সর্বোচ্চ সরবরাহের চেষ্টা করেছি। আমি মনে করি, ‘দাগি’ পরিচালক শিহাব শাহিনের সেরা নির্মাণ হতে যাচ্ছে। ‘দাগি’র পুরো টিম এই সিনেমার জন্য বেস্ট এফোর্ট দিয়েছে যা বড় পর্দায় দর্শকদের মুগ্ধ করবে।”
তিনি আরও বলেন, “দাগি নিয়ে আমি একদমই চিন্তিত নই কারণ আমি দেখেছি বাংলাদেশের মানুষ গল্প নির্ভর সিনেমা দেখতে চায় এবং দাগি একটি অসাধারণ গল্পের সুনির্মাণ। শিহাব শাহীনের মত পরিক্ষিত পরিচালক যখন আফরান নিশোর মত অভিনেতাকে নিয়ে দাগি নির্মাণ করে সেই সিনেমা নিয়ে প্রযোজক হিসেবে আমার চিন্তিত হওয়ার কিছু নেই।”
গত বছরের ডিসেম্বর মাসে “দাগি” সিনেমার শুটিং শুরু হয়। আফরান নিশো বলেন, “আমি সবসময় গতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে চাই। যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে ‘দাগি’র গল্প আমার খুব ভালো লেগেছে। দর্শকদের জন্য বেশে উপভোগ্য হবে সিনেমাটি।”
“দাগি” সিনেমায় আফরান নিশো ও তমা মির্জা ছাড়াও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, রাশেদ মামুন অপু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে।