বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৪ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘একুশে পদক ২০২৫’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। শিল্পকলা, সংগীত, চিত্রকলা ও আলোকচিত্রের বিভিন্ন শ্রেণিতে ৫ জন এই মর্যাদাপূর্ণ পদক পাচ্ছেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
চলচ্চিত্রে অবদানের জন্য ‘ছুটির ঘণ্টা’ খ্যাত নির্মাতা আজিজুর রহমান (মরণোত্তর) একুশে পদকে ভূষিত হচ্ছেন।
এছাড়াও, সংগীতে মরণোত্তর একুশে পদক পাচ্ছেন উস্তাদ নীরদ বরণ চৌধুরী। সংগীতে আরও একজন গুণী শিল্পী, নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা, এই বছর একুশে পদক লাভ করছেন। চিত্রকলায় রোকেয়া সুলতানা এবং আলোকচিত্রে নাসির আলী মামুন তাদের অবদানের জন্য একুশে পদক পাচ্ছেন।
একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এই পদক প্রবর্তন করা হয়। প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সরকার এই পদক প্রদান করে থাকে। বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্যবিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে।