রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

বৈদ্যুতিক গাড়ির বাজারে চীন এখন শীর্ষে!

ডেস্ক রিপোর্টার
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৮২ বার পঠিত

বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে চীন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং বিশ্ব বাজারে তাদের একাধিক কোম্পানি জনপ্রিয় হয়ে উঠেছে। এর মধ্যে বি ওয়াই ডি অন্যতম, যা বর্তমানে ভারতের বাজারেও জায়গা করে নিয়েছে। এমনকি স্মার্টফোন কোম্পানি শাওমি তাদের ইলেকট্রিক গাড়ি বাজারে নিয়ে এসেছে এবং চীনা বাজারে টেসলাকেও পেছনে ফেলেছে।

সম্প্রতি একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে যত ইলেকট্রিক গাড়ি বিক্রি হয়, তার ৭৬ শতাংশই আসে চীন থেকে। আরওএইচও মোশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির বাজারে চীনের অবদান ৭৬ শতাংশ। এই পরিসংখ্যান প্রমাণ করে যে, ইলেকট্রিক গাড়ির বাজারে চীনের অগ্রগতি কতটা সফল এবং বিশ্বব্যাপী গাড়ির বাজারে তারা আধিপত্য বিস্তার করতে পেরেছে।

ইউরোপে চীনের ইলেকট্রিক গাড়ির বাজারের শেয়ার দেশভেদে আলাদা। ইউরোপের সবচেয়ে বড় গাড়ির বাজার জার্মানিতে গত বছর বিক্রি হওয়া ৫,৭৮,০০০ ইলেকট্রিক গাড়ির প্রায় ৪% ছিল চীনের। যুক্তরাজ্য ও ফ্রান্সে এই সংখ্যা কিছুটা বেশি, পর্যায়ক্রমে ৭% এবং ৫%। অন্যান্য ইউরোপীয় দেশগুলিতে এই শেয়ার ৩% থেকে ৮% পর্যন্ত।

এশিয়া, লাতিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যেও চীনের ইলেকট্রিক গাড়ি ব্যাপক বিক্রি হচ্ছে। ব্রাজিলে গত বছর বিক্রি হওয়া সব ইলেকট্রিক গাড়ি এবং পিএইচইভির ৮২% ছিল চীনের। থাইল্যান্ডে ৭৭%, মেক্সিকোতে ৭০%, ইন্দোনেশিয়াতে ৭৫%, মালয়েশিয়াতে ৫২%, নেপালে ৭৪% এবং ইজরায়েলে ৬৪% চীনা কোম্পানির গাড়ি বিক্রি হয়েছে।

চীনের ইলেকট্রিক গাড়ির সফলতার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। অনেক দেশে শক্তিশালী নিজস্ব গাড়ি শিল্প না থাকায়, চীনা কোম্পানিগুলির জন্য আধিপত্য বিস্তার করা সহজ হয়েছে। এছাড়া, চীনের সরকার ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইলেকট্রিক গাড়ি শিল্পকে ২৩১ বিলিয়ন ডলার ভর্তুকি ও সহায়তা দিয়েছে, যার ফলে উৎপাদন বৃদ্ধি, নতুন শাখা খোলা, প্রযুক্তিগত উন্নয়ন এবং বিশ্বব্যাপী বিতরণে সুবিধা পেয়েছে চীনা কোম্পানিগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com