বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “সমাজে কিছু অস্থিরতা আমরা লক্ষ করছি। দেশের অর্থনীতির কথা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, চুরি-ডাকাতি, চাঁদাবাজিসহ একে অপরের নাম ব্যবহার করে সমাজকে অস্থির করার কাজ চলছে। এসব প্রতিহত করতে আমাদের সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই।”
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে কলেজ রোড ক্রীড়াচক্রের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, “এ মুহূর্তে দেশে একদিকে সংস্কার ও আরেকদিকে নির্বাচন খুব বেশি প্রয়োজন। ফ্যাসিবাদ বিরোধী সবাই মিলে আমরা জাতীয় ঐক্যমতের সরকার গঠন করতে চাই। যেখানে পুরো জাতি ঐক্যবদ্ধ থাকবে এটাই বিএনপির পরিকল্পনা এবং আমরা সে পথেই হাঁটছি।”
বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে ও কলেজ রোড ক্রীড়া সংঘের উপদেষ্টা মাহাবুব আলম মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ, জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, ক্রীড়া ব্যক্তিত্ব আবদুর রব শামীম, যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসের শেখ, কুইন্স গ্রুপ এলএলসির চেয়ারম্যান রাসেল শাহরিয়ার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এড. মহসিন কবির, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল খালেদ।
আয়োজকরা জানায়, টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৮ উইকেটে ১৩ রান করে চ্যাম্পিয়ন হওয়া নীল ট্যাক্স ও রানার্স আপ অর্জনকারী ড্রীম ইলিভেনকে ট্রফি ও প্রাইজমানি তুলে দেওয়া হয়। এতে রানার্স আপ অর্জনকারী দলটি প্রথমে ব্যাট করে সব কয়টি উইকেট হারিতে ১৩০ রান করেন। টুর্নামেন্টে ম্যান অব দ্যা ম্যাচ হন কামাল পাশা ও ব্যাটসম্যান হিসেবে সেরা হন উপল।