বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেল তিনটায় জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে এই নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হবে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরের রুপায়ন টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের ঘোষণা উপলক্ষে এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সারজিস আলম বলেন, “নতুন বাংলাদেশের জন্য সবচেয়ে জরুরি প্রয়োজন একটি শক্তিশালী রাজনৈতিক দল। ৫ আগস্ট আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলাম, সেই জুলাই স্পিরিটকে সামনে রেখেই আমাদের এই উদ্যোগ। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন একটি দীর্ঘ সংগ্রামের ফসল। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।”
সারজিস আলম আরও বলেন, “দীর্ঘদিন ধরে এই সংসদ ভবনকে জনগণের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু না বানিয়ে ব্যক্তিগত, গোষ্ঠীগত এবং দলীয় স্বার্থসিদ্ধির স্থানে পরিণত করা হয়েছে। একে স্বৈরাচারের আঁতুড়ঘর বানানো হয়েছে। তাই, বাংলাদেশের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদের সামনেই আমরা নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিতে যাচ্ছি।”
তিনি বলেন, “আমাদের নতুন রাজনৈতিক দলে ব্যক্তি, গোষ্ঠী বা দলের স্বার্থের চেয়ে দেশের মানুষের স্বার্থই প্রধান প্রাধান্য পাবে। বাংলাদেশের ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার প্রতীক জাতীয় সংসদের সামনে দাঁড়িয়েই আমরা আমাদের নতুন রাজনৈতিক দলের শপথ নিতে চাই।”
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদসহ জাতীয় নাগরিক কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।