শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

হত্যা মামলায় আবারও পলকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৪ বার পঠিত

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে ওবায়দুল ইসলামের নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার (২৪ মার্চ) সকালে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি এবং অ্যাডভোকেট তারিকুল ইসলাম রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

মামলার অভিযোগে উল্লেখ রয়েছে, গত ৪ আগস্ট বিকেল ৫টার দিকে যাত্রাবাড়ীর কাজলা পেট্রোল পাম্পের সামনে ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ ও ১৪ দলের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র দিয়ে নির্বিচারে জনতার ওপর গুলি চালায়। এতে ওবায়দুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় নিহতের স্বজনরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com