শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

তিন বছর পর সমবায় অধিদপ্তরের সংশোধিত বিজ্ঞপ্তি, ৫১১ পদে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৩ বার পঠিত

সমবায় অধিদপ্তরের আওতাধীন পরিচালন (রাজস্ব) বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এসব পদে নিয়োগের জন্য ২০২২ সালের ১৫ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সে সময় যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

বিজ্ঞপ্তি অনুসারে, ১৭ ক্যাটাগরির পদে মোট ৫১১ জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা পূরণ সাপেক্ষে আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের বিবরণ ও যোগ্যতা:

  • পরিদর্শক (৩৪টি পদ): দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
  • মহিলা পরিদর্শক (১টি পদ): দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
  • প্রশিক্ষক (১৬টি পদ): দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
  • ফিল্ড ইনভেস্টিগেটর (১৯টি পদ): পরিসংখ্যান বা অর্থনীতি বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
  • কম্পিউটর (২টি পদ): গণিত বা পরিসংখ্যানসহ স্নাতক ডিগ্রি।
  • সহকারী পরিদর্শক (১০৫টি পদ): স্নাতক বা সমমানের ডিগ্রি।
  • মহিলা সহকারী পরিদর্শক (২টি পদ): স্নাতক বা সমমানের ডিগ্রি।
  • সহকারী প্রশিক্ষক (১১টি পদ): স্নাতক বা সমমানের ডিগ্রি।
  • সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (২টি পদ): স্নাতক বা সমমানের ডিগ্রি।
  • ড্রাইভার বা ফিল্ম ভ্যান ড্রাইভার (৬টি পদ): অষ্টম শ্রেণি পাস।
  • তাঁত সুপারভাইজার (৫টি পদ): কারিগরি কোর্স পরীক্ষায় পাস।
  • ক্যাশিয়ার (৪টি পদ): বাণিজ্যে এইচএসসি বা সমমান পাস।
  • অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (১০৮টি পদ): এইচএসসি বা সমমান পাস।
  • ডেটা এন্ট্রি অপারেটর (১টি পদ): এইচএসসি বা সমমান পাস।
  • সহকারী ফিল্ম অপারেটর (২টি পদ): এসএসসি বা সমমান পাস।
  • নৈশপ্রহরী (৪টি পদ): অষ্টম শ্রেণি পাস।
  • অফিস সহায়ক (১৮৯টি পদ): এসএসসি বা সমমান পাস।

 

আবেদন প্রক্রিয়া:

আবেদন করতে ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এই লিংকে ক্লিক করুন।

পরীক্ষার ফি

পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৪ নম্বর পদের জন্য টেলিটকের ভ্যাট সার্ভিসসহ ১৬৮ টাকা, ৫ থেকে ১৪ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ১৫ থেকে ১৭ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

অনলাইনে আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে এই ফি পরিশোধ করতে হবে।

 

আবেদনের সময়সীমা:

২০ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।

বিশেষ বিজ্ঞপ্তি:

খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি জেলার প্রার্থীরা ৫ থেকে ১৭ নম্বর পদের জন্য আবেদন করতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com