দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ তাদের অ্যাডমিন ও ফ্যাক্টরি কমপ্লেক্স বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে কতজন লোক নিয়োগ দেওয়া হবে, তা নির্দিষ্ট করা হয়নি। তবে, বিবিএ/এমবিএ অথবা স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও, প্রার্থীদের ইংরেজি ও বাংলা ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ হতে হবে। মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট ওয়ার্ডে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
আবেদনকারীদের ২ থেকে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয়েই এই পদে আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়সসীমা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে নারায়ণগঞ্জে।
পদটিতে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়াও, নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আগ্রহী প্রার্থীরা মেঘনা গ্রুপের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৫ মার্চ ২০২৫।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি:
বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।