সমবায় অধিদপ্তরের আওতাধীন পরিচালন (রাজস্ব) বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এসব পদে নিয়োগের জন্য ২০২২ সালের ১৫ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সে সময় যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
বিজ্ঞপ্তি অনুসারে, ১৭ ক্যাটাগরির পদে মোট ৫১১ জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা পূরণ সাপেক্ষে আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের বিবরণ ও যোগ্যতা:
আবেদন প্রক্রিয়া:
আবেদন করতে ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এই লিংকে ক্লিক করুন।
পরীক্ষার ফি
পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৪ নম্বর পদের জন্য টেলিটকের ভ্যাট সার্ভিসসহ ১৬৮ টাকা, ৫ থেকে ১৪ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ১৫ থেকে ১৭ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
অনলাইনে আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে এই ফি পরিশোধ করতে হবে।
আবেদনের সময়সীমা:
২০ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।
বিশেষ বিজ্ঞপ্তি:
খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি জেলার প্রার্থীরা ৫ থেকে ১৭ নম্বর পদের জন্য আবেদন করতে পারবেন না।