শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

আওয়ামী লীগের পুনর্বাসন রুখবে ছাত্র-জনতা’: হুঁশিয়ারি হেফাজতের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৮ বার পঠিত

বায়তুল মোকাররমের সামনে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর আহমেদ আলী কাসেমী হুঁশিয়ারি করে বলেন, আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার চেষ্টা করা হলে ছাত্র-জনতা তা প্রতিহত করবে।

শুক্রবার (২১ মার্চ) অনুষ্ঠিত সমাবেশে কাসেমী বলেন, “গাজায় সেহেরির প্রস্তুতিকালে অতর্কিত হামলায় বহু নারী-পুরুষ নিহত হয়েছেন। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই।”

তিনি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রতিও ক্ষোভ প্রকাশ করে বলেন, “ভারতে মুসলমানদের উসকে দেওয়ার জন্য আওরঙ্গজেবের মাজারে হাত দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের খুনিকে আশ্রয় দিয়ে আপনারা দেশপ্রেমিক মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে, জুলাই অভ্যুত্থানের মতো ছাত্র-জনতা আবারও রুখে দাঁড়াবে।”

সমাবেশে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় উপদেষ্টা আবদুর রকিব বলেন, “ফিলিস্তিনের মুসলমানদের ওপর যে নির্যাতন চলছে, তা কোনো মুসলমান মেনে নিতে পারে না। বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমান ফিলিস্তিনের পাশে আছে। হেফাজতে ইসলাম শুধু ইসলামের রক্ষক নয়, সমগ্র মুসলিম উম্মাহর সেবক।”

বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলের হামলার বিরুদ্ধে সোচ্চার হন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ন্যায়বিচার দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com