অন্তর্বর্তীকালীন সরকারের সাত মাসের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “এই সময়ে দেশে দৃশ্যমান কোনো সংস্কার হয়নি। জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা বন্ধ করুন। ৫ আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাসীনদের পলায়নই প্রমাণ করে, জনরোষ কতটা তীব্র ছিল। মানুষ দীর্ঘদিন ধরে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারেনি, তারা এখন ভোট দিতে উদগ্রীব। নির্বাচন নিয়ে আর টালবাহানা না করার আহ্বান জানাচ্ছি।”
সোমবার (১৭ মার্চ) নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়ন বিএনপি আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, “বর্তমান পরিস্থিতিতে পুলিশ-প্রশাসন দিশেহারা, বিনিয়োগ স্থবির, শিল্পকারখানাগুলো ধুঁকছে। জবাবদিহিতার অভাবে দেশে অচলাবস্থা বিরাজ করছে। আমরা বারবার বলছি, দ্রুত নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।”
তিনি আরও বলেন, “জনগণ মুখ ফিরিয়ে নেওয়ার আগেই নির্বাচন দিন। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই রাষ্ট্র সংস্কারের রূপরেখা রয়েছে। ওই রূপরেখা বাস্তবায়িত হলেই দেশের সমৃদ্ধি সম্ভব।”
খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষারসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।