শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের নতুন কমিটিতে পদবঞ্চিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে খোলা চিঠি লিখেছেন ছাত্রদল কর্মী মো. মনির হোসেন। শনিবার (১৫ মার্চ) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে তিনি এই চিঠি প্রকাশ করেন।
মনির হোসেন তার চিঠিতে অভিযোগ করেন, “আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একজন ক্ষুদ্র কর্মী। বিশ্ববিদ্যালয় জীবন শুরু (২০১৩) থেকে আজ অবধি ছাত্রদলের সকল কর্মসূচি দায়িত্ব নিয়ে পালন করে আসছি। বলতে গেলে দুঃসময়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অস্তিত্ব টিকিয়ে রেখেছি। গ্রেপ্তার হয়ে কারাবরণ করেছি। কিন্তু দুঃখের বিষয় গত ১৪ মার্চ শাবিপ্রবি ছাত্রদলের কমিটি গঠন করা হয় কিন্তু কমিটিতে আমাকে বঞ্চিত করা হয়েছে। কী অদৃশ্য বিশেষ কারণে বা কোন ক্রাইটেরিয়াতে আমাকে বাদ দেওয়া হলো তা আমি জানতে চাই।”
তিনি আরও বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০০৮-০৯ সেশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০০৮-০৯ সেশন ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ সেশনের ছাত্রনেতাদের দিয়ে কমিটি গঠন করা হয়। আর আমি ২০১২-১৩ সেশনের হয়েও কেন পদবঞ্চিত তা আমার মন জানতে চায়। সব ক্রাইটেরিয়া কি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য?”
মনির হোসেনের এই খোলা চিঠি শাবিপ্রবি ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে, নতুন কমিটিতে পদবঞ্চিত অন্যান্য কর্মীদের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন, দীর্ঘদিন ধরে ছাত্রদলের জন্য কাজ করেও কমিটিতে তাদের মূল্যায়ন করা হয়নি।
গত ১৪ মার্চ প্রায় এক দশক পর শাবিপ্রবিতে ৭৬ সদস্যের একটি কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এই কমিটি ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। মনির হোসেনের খোলা চিঠি সেই আলোচনার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।
এই ঘটনাটি তরুণ রাজনৈতিক কর্মীদের মধ্যে সঠিক মূল্যায়ন এবং তাদের অবদানের স্বীকৃতি প্রদানের প্রয়োজনীয়তা তুলে ধরে। মনির হোসেনের প্রশ্নগুলো ছাত্রদলের অভ্যন্তরে স্বচ্ছতা এবং জবাবদিহিতার দাবিকে জোরদার করেছে।