শিশু আছিয়ার মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলের ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন এক বিবৃতিতে বলেন, “আমাদের সমাজে নৈতিক অবক্ষয়ের কারণে আজ একটি নিষ্পাপ শিশুকে প্রাণ হারাতে হলো। এই ঘৃণ্য অপরাধের পেছনে যারা জড়িত, তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
শুক্রবার (১৪ মার্চ) এবি পার্টি আয়োজিত চলমান গণ-ইফতারের ত্রয়োদশ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সহকারী শিক্ষা সম্পাদক ফয়সাল মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত গণ-ইফতারে আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, বারকাজ নাসির আহমদ, সহ দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, পল্টন থানা আহ্বায়ক আবদুল কাদের মুন্সী, ঢাবি ছাত্রপক্ষের নেতা আসিফ হাসান ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মাহমুদুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে কর্নেল হেলাল উদ্দিন আরও বলেন, “অতীতে ছাত্রজনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই আমরা স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছি। গত জুলাইয়ের গণঅভ্যুত্থানে রিকশাচালকরা যে সাহসী ভূমিকা রেখেছেন, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ ছিল, তখন তারাই বিকল্প অ্যাম্বুলেন্স হিসেবে মানুষের জীবন বাঁচিয়েছেন। এই সাধারণ মানুষই আমাদের আন্দোলনের মূল শক্তি।”
এবি পার্টি সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে।
সভাপতির বক্তব্যে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন বলেন, “ফ্যাসিবাদী শাসনে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আজ ধ্বংসের মুখে। পুরো রাষ্ট্র ব্যবস্থাকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর চালানো হয়েছে নির্মম নির্যাতন।”