খাগড়াছড়িতে একটি ভুয়া সাংবাদিক চক্রের সদস্যদের চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। এই চক্রটি বিএনপির ঊর্ধ্বতন নেতাদের নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করছিল বলে অভিযোগ উঠেছে। সোমবার (১০ মার্চ) রাতে জেলা সদরের ভাঙা ব্রিজ এলাকা থেকে চারজনকে আটক করা হয়।
সোমবার রাতে খাগড়াছড়ি সদর থানায় ব্যবসায়ী মো: আলমগীর হোসেন বাদী হয়ে মামলা দায়ের করলে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা কখনো কখনো নিজেদের ‘দৈনিক দিন’ ও ‘দিগন্ত টিভি’সহ একাধিক পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিলেও কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি। এ সময় ‘গণতদন্ত’ স্টিকার লাগানো একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। জব্দকৃত গাড়ির নাম্বার ঢাকা মেট্রো-গ-১১-৩৯৬৮।
গ্রেফতারকৃতরা হচ্ছেনঃ
মামলার অভিযোগে বলা হয়েছে, আটককৃতরা এবং তাদের সহযোগী আরও ৭ জন সোমবার সকালে একটি প্রাইভেটকারে করে দীঘিনালার দুটি ইটভাটায় যায়। সেখানে তারা নিজেদেরকে বিএনপির ঊর্ধ্বতন নেতাদের প্রতিনিধি পরিচয় দিয়ে চাঁদা দাবি করে। ইটভাটার মালিকদের ভয়ভীতি দেখিয়ে তারা মোটা অঙ্কের টাকা আদায় করে। পরে, অন্য একটি ইটভাটায় একই কায়দায় চাঁদা দাবি করলে, স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল জানান,‘সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে চার জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে, যার সত্যতা পাওয়া গিয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারের প্রেরণ করা হবে।’
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মামুনুর রশীদ বলেন,‘গতকাল দুুপুরে এখানে চার জন সাংবাদিক এসেছিল। তারা নিজেদের বিএনপির মিডিয়া সেলের লোক বলে পরিচয় দেওয়ার পাশাপাশি আমার সাক্ষাৎকারও গ্রহণ করেছিল। পরে তারা চলে যান।’