রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

ধনী-গরিবের বৈষম্য কমাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান অধ্যাপক আহমেদ জামালের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৯ বার পঠিত

বাংলাদেশে ধনী-গরিবের ক্রমবর্ধমান বৈষম্য দূর করতে অন্তর্বর্তীকালীন সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক আহমেদ জামাল আনোয়ার। তিনি বলেন, দেশে ধনী ও গরিবের মধ্যে বৈষম্যের পরিমাণ দিন দিন বাড়ছে।

শনিবার (৮ মার্চ) আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে আয়োজিত চলমান গণ-ইফতার কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অধ্যাপক আহমেদ জামাল বলেন, “মেহনতি মানুষের প্রতি সরকারের কার্যক্রম দৃশ্যমান নয়। এই গণ-ইফতার কার্যক্রম রাষ্ট্রের উদ্যোগে হওয়া উচিত ছিল। অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে ধনী-গরিবের মধ্যে বৈষম্যের পরিমাণ অনেক বেশি। এই বৈষম্য দূর করতে উপযুক্ত কর্মসূচি হাতে নিতে হবে।”

অনুষ্ঠানে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতার অধিকার পার্টির (পিআরপি) চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, “আমরা আশা করি, ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ নির্মিত হবে। গণ-ইফতার রাজনৈতিক দলগুলোর জন্য অনুকরণীয়।”

সভাপতির বক্তব্যে আলতাফ হোসেন বলেন, “রাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকার পূরণ করতে হবে। আমরা জন্মলগ্ন থেকেই জনগণের অধিকার নিয়ে কাজ করছি।”

অনুষ্ঠানে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান ব্যাপারী, ছাত্রপক্ষের আহ্বায়ক মুহাম্মদ প্রিন্স, স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়ক সহ-সম্পাদক কেফায়েত হোসাইন তানভীর, যুবপার্টির দপ্তর সম্পাদক আমানুল্লাহ সরকার রাসেলসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com