পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলা একাডেমির বই বিক্রয় কেন্দ্রের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। রমজান মাসজুড়ে এখন থেকে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বই বিক্রি চলবে। সাধারণত বই বিক্রি চলত সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত।
বাংলা একাডেমির প্রশাসন, মানবসম্পদ উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের পরিচালক সমীর কুমার সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসে বই বিক্রয় কার্যক্রমের সময়সূচি কিছুটা কমানো হয়েছে।
তবে, ঈদ-উল-ফিতরের ছুটির পর থেকে আবার আগের সময়সূচি অর্থাৎ সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত বই বিক্রি কার্যক্রম চলবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।