‘জনগণের রাজনৈতিক মুক্তি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই আমাদের এখনো চলমান। এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠাই আমাদের রাজনৈতিক লক্ষ্য’ বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ মঙ্গলবার, ৪ মার্চ, সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকালীন ছবি শেয়ার করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে এ কথা জানান তিনি।
তিনি লিখেছেন, ‘আজ জাতীয় নাগরিক পার্টির পক্ষ হতে জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা সংগ্রামে শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম।’
তিনি আরো লিখেন, ‘কিন্তু জনগণের রাজনৈতিক মুক্তি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াই আমাদের এখনো চলমান। এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠাই আমাদের রাজনৈতিক লক্ষ্য।’