রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

অবৈধ সিগারেটের বিরুদ্ধে এনবিআরের অভিযান অব্যাহত, ৪১ দিনে ১৫৯টি অভিযান

নুসরাত জাহান
  • আপডেট সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৩ বার পঠিত

অবৈধ সিগারেট, বিড়ি এবং তামাকজাতীয় পণ্যের বিরুদ্ধে সারাদেশে জোরদার অভিযান চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশব্যাপী দুই শতাধিক সার্কেল রাজস্ব কর্মকর্তার নেতৃত্বে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত টিম জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ১৫৯টি অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে জানুয়ারি মাসে ৫২টি এবং ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ১০৭টি অভিযান চালানো হয়েছে।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ এ তথ্য জানিয়ে বলেন, অভিযানের ফলে বাজারে অবৈধ সিগারেট, বিড়ি ও তামাকজাতীয় পণ্যের পরিমাণ হ্রাস পেয়েছে। এর ফলে ভ্যাট পরিশোধিত বৈধ পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

এ তৎপরতা অব্যাহত থাকলে এ খাতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। অভিযানগুলোতে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট, বিড়ি ও তামাকজাতীয় পণ্য জব্দ করা হয়েছে। এনবিআর এ বিষয়ে সচেতন নাগরিক, সুশীল সমাজ, গোপন তথ্যদাতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সকলের সহযোগিতা কামনা করেছে।

এনবিআর জানায়, জানুয়ারি মাসে ৫২টি তামাক বিরোধী অভিযান পরিচালিত হয়। এর মধ্যে ঢাকা (পশ্চিম) ভ্যাট কমিশনারেট ২৪টি, রাজশাহী ১৭টি, ঢাকা (পূর্ব) ৪টি, কুমিল্লা ২টি এবং রংপুর ১টি অভিযান পরিচালনা করে। অন্যদিকে ১ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ১০ দিনে ১০৭টি অভিযান চালানো হয়েছে।

সূত্র জানায়, গত ৬ ফেব্রুয়ারি সার্কেলগুলোকে অভিযান পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এনবিআরের সংগৃহীত ভ্যাটের প্রায় ২৫ শতাংশ আসে সিগারেট, বিড়ি ও তামাকজাতীয় পণ্য থেকে। দেশে বিভিন্ন ব্র্যান্ডের দেশি-বিদেশি অবৈধ সিগারেট, গুল, জর্দা ও সমজাতীয় তামাকপণ্য ব্যাপক হারে বিক্রি হচ্ছে।

এতে জনস্বাস্থ্যের ক্ষতির পাশাপাশি এনবিআরের সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। তাই অবৈধ তামাকজাতীয় পণ্যের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com