রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

আ.লীগ বাংলাদেশের প্রতিটি নাগরিককে পঙ্গু করে রেখেছিল: মাসুদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শারীরিক প্রতিবন্ধী অদম্য মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ড. মাসুদ তার বক্তব্যে বলেন, শারীরিক অক্ষমতা জয় করে যারা অদম্য মেধার পরিচয় দিয়েছেন, তারা জাতির সম্পদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা শুধু শারীরিকভাবে অক্ষম, কিন্তু মহান আল্লাহ আপনাদের মেধাবী করেছেন।” তিনি আরও বলেন, “বিগত ১৭ বছর আওয়ামী লীগ প্রতিটি নাগরিককে পঙ্গু করে রেখেছিল। দেশের অর্থনীতি, রাজনীতি ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে জাতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে।”

তিনি হুইলচেয়ারে বসে ও স্ক্র্যাচে ভর করে নতুন বাংলাদেশ গড়তে আন্দোলনকারীদের পথপ্রদর্শক হিসেবে অভিহিত করেন। তিনি আশ্বাস দেন, ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে শারীরিক অক্ষমতা এড়িয়ে সংসদসহ রাষ্ট্র পরিচালনায় প্রতিবন্ধীরা অংশগ্রহণ করবে।

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক অধিকারের অংশ উল্লেখ করে ড. মাসুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধীবান্ধব টয়লেটের অভাবের সমালোচনা করেন। তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

ড. মাসুদ ইসলামী ছাত্রশিবিরকে মেধা, দক্ষতা ও যোগ্যতার প্রতীক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইসলামই যোগ্যদের সম্মানিত করার নির্দেশ দিয়েছে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে প্রত্যেক নাগরিক যোগ্যতা অনুযায়ী সম্মান লাভ করবে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং ছাত্রশিবিরের নেতৃত্বে এসব সমস্যা সমাধানের আহ্বান জানান।

অনুষ্ঠানে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ডা. নজরুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com