ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে স্কুলছাত্র মিজানুর রহমান মিঠুকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বরিশালের শিশু আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের বিচারক মুহাম্মদ রকিবুল ইসলাম এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নগরীর উত্তর আমানতগঞ্জ এলাকার বাসিন্দা সিরাজ মাতুব্বরের ছেলে রেজাউল মাতুব্বর, সেকেন্দার হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার ও ফারুক সরদারের ছেলে রোজেন সরদার।
আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, নগরীর রোকেয়া আজিম সড়কের বাসিন্দা খালেক খানের ছেলে এ.কে স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র মিজানুর রহমান মিঠুর সঙ্গে আসামিদের তর্ক-বিতর্ক হয়। এর জেরে ২০১০ সালের ১৭ ফেব্রুয়ারি বিকেলে মিঠু ক্রিকেট খেলে বাসার উদ্দেশে যাওয়ার পথে ভাটিখানা আবেদা বাগের সামনে আসামিরা তাকে কুপিয়ে জখম করে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মিঠুকে মৃত ঘোষণা করেন।
পরদিন মিঠুর বাবা খালেক খান বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭ জনসহ মোট ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হেমায়েল কবির তদন্ত করে ৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন। মামলায় ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং অপর চারজনকে খালাস দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রেজাউল মাতুব্বর পলাতক রয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।