শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

সুন্দরবনে অগ্নিকাণ্ড: আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১২ বার পঠিত

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২২ মার্চ) সকাল ১১টার দিকে কলমতেজীর বিল এলাকায় আগুনের সূত্রপাত হয়। বনবিভাগ ও স্থানীয় জেলেদের সূত্রে এই তথ্য জানা গেছে।

জেলেদের কাছ থেকে খবর পেয়ে বনরক্ষীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য ফায়ার লাইন কাটা হয়। তবে, ঘটনাস্থল থেকে পানির খাল প্রায় আড়াই কিলোমিটার দূরে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শরণখোলা ফায়ার স্টেশনের দুটি গাড়ি, মোড়লগঞ্জ ফায়ার সার্ভিসের একটি এবং কচুয়া ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।

ধানসাগর স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর জানান, জেলেদের কাছ থেকে খবর পেয়ে বনরক্ষী ও গ্রামবাসীদের নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। তবে দূরবর্তী খাল থেকে পানি আনতে সমস্যা হচ্ছে।

চাঁদপাই রেঞ্জের এসি এফ দীপন চন্দ্র দাস জানান, আগুন বেশ কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়েছে। তবে বনরক্ষী, ভিটিআরটিম ও গ্রামবাসীরা ফায়ার লাইন কেটে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

সুন্দরবন সংলগ্ন রাজাপুর এলাকার সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান জানান, জেলেদের কাছ থেকে খবর পেয়ে বনবিভাগকে জানানো হয়েছে। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কিছু চক্র সুন্দরবনে মাছ ধরতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে।

পূর্ব সুন্দরবন বিভাগের বাগেরহাটের ডিএফও নুরুল কবির জানান, ফায়ার সার্ভিস, বনরক্ষী ও গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রণের জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com