ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রতিবাদে শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং খেলাফত মজলিস।
জুমার নামাজ শেষে সালাম ফিরেই ‘নারায়ে তাকবির’ স্লোগান দিয়ে মিছিল শুরু করেন মুসল্লিরা। মিছিলটি পল্টন মোড়ের দিকে অগ্রসর হয়।
ইসলামী দলগুলোর এই বিক্ষোভ মিছিলকে ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পল্টন মোড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জলকামান, এপিসি কার ও দুটি প্রিজন ভ্যান মোতায়েন করা হয়। এছাড়া, বায়তুল মোকাররম মসজিদের প্রবেশমুখে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। নাইটিঙ্গেল মোড়ে বিজিবি সদস্যদেরও উপস্থিতি লক্ষ্য করা যায়।
মসজিদে প্রবেশের সময় পুলিশ সদস্যরা মুসল্লিদের ব্যাগ তল্লাশি করেন। এছাড়া, সাদা পোশাকে ও মহানগর গোয়েন্দা পুলিশের বিপুলসংখ্যক সদস্য জ্যাকেট পরে বিভিন্ন স্থানে অবস্থান নেন।
পূর্বঘোষণা অনুযায়ী, জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং খেলাফত মজলিস বিক্ষোভ মিছিল করে। ছাত্রশিবির ও জামায়াতের সদস্যরাও মসজিদ এলাকায় উপস্থিত ছিলেন।
এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে, অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর বিচারের দাবি জানান।