রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ১৫ লাখ ছাড়াল, নিবন্ধন ১৯ লাখের বেশি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৯ বার পঠিত

২০২৪-২০২৫ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। একইসঙ্গে, অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ১৯ লাখের বেশি করদাতা নিবন্ধন করেছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি বছরে অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে এবং নিবন্ধনের সংখ্যা ১৯ লাখ ছাড়িয়েছে।

এনবিআর জানিয়েছে, করদাতারা www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে গিয়ে সহজেই তাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করতে পারছেন। একইসঙ্গে, দাখিলকৃত রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্ট করার সুবিধাও রয়েছে। ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (ডেবিট/ক্রেডিট কার্ড) এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কর পরিশোধের সুবিধাও চালু রয়েছে। কোনো সমস্যা হলে কল সেন্টার ও ই-মেইলের মাধ্যমে সার্বক্ষণিক সহায়তা প্রদান করা হচ্ছে।

এনবিআর ই-রিটার্ন সিস্টেমকে আরও সহজ ও করদাতাবান্ধব করার লক্ষ্যে কাজ করছে। এজন্য, তারা ইতোমধ্যে ই-রিটার্ন সিস্টেমের পরবর্তী আপগ্রেডেশনের ক্ষেত্রে অংশীজনদের মতামত গ্রহণের জন্য কর্মশালার আয়োজন করেছে।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের এই সাফল্য ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে আরও এক ধাপ অগ্রগতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com