রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

ঢাবিতে জুলাইয়ের ঘটনায় ১২৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১০ বার পঠিত

গত বছরের জুলাই মাসে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

জুলাই মাসের ওই ঘটনার তদন্তে গঠিত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। সূত্রানুসারে, বহিষ্কৃত শিক্ষার্থীরা নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। তবে, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, বহিষ্কৃত শিক্ষার্থীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রতিবেদন জমা দেবে, যার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে, বৃহস্পতিবার (১৩ মার্চ) তথ্যানুসন্ধান কমিটির আহ্বায়ক ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল ইসলাম উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন। প্রতিবেদনে বেশ কয়েকজন প্রাক্তন শিক্ষার্থীর বিরুদ্ধেও হামলার অভিযোগ উঠে এসেছে। অপরাধের গুরুত্ব বিবেচনা করে তাদের একাডেমিক সনদ বাতিলের সুপারিশ করা হয়েছে।

তদন্ত কমিটির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ১৫ জুলাইয়ের হামলায় নারী শিক্ষার্থীদের ওপর আক্রমণ, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার এবং ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে আহত শিক্ষার্থীদের ওপর হামলা ছিল সবচেয়ে গুরুতর ঘটনা। এমনকি জরুরি বিভাগের ভেতরেও আহতদের ওপর হামলা চালানো হয় এবং তাদের চিকিৎসায় বাধা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com