শনিবার (১৫ মার্চ) শহীদ মিনারে বাম সংগঠনগুলো তাদের পূর্বঘোষিত গণমিছিল প্রত্যাহার করে নেওয়ায়, ইনকিলাব মঞ্চ তাদের শহীদ মিনার অভিমুখে পদযাত্রা স্থগিত করে।
পরে তারা শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবির হাট পর্যন্ত পদযাত্রা করে এবং পুনরায় শাহবাগে ফিরে আসে। এরপর এক সংক্ষিপ্ত সমাবেশে নতুন কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদী দুপুর সাড়ে ১২টায় পদযাত্রা প্রত্যাহার করে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেখানে তিনি দুটি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো:
কর্মসূচি ঘোষণা করে শরীফ উসমান হাদী বলেন, আগামী ২৫ এপ্রিল শুক্রবার বিকেল ৩টায় আওয়ামী লীগের নিষিদ্ধ ও জুলাই, পিলখানা, শাপলা গণহত্যার বিচারের দাবিতে শাহবাগে ‘শহীদী সমাবেশ’ অনুষ্ঠিত হবে। এ সমাবেশে জুলাই শহীদদের বাবা-মায়েরা, শাপলার শহীদদের বাবা-মায়েরা এবং পিলখানায় শহীদদের সন্তানেরা উপস্থিত থাকবেন। তবে এর আগে লাকী আক্তার ও তার সঙ্গীরা কোথাও দাঁড়ানোর চেষ্টা করলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, শাহবাগে যারা ফ্যাসিবাদের উত্থান ঘটিয়েছে, তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি প্রদান করতে হবে। তিনি অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ হাজার কোটি টাকা খরচ করছে এবং জাতিসংঘের মহাসচিবের সামনে দেশকে অস্থিতিশীল হিসেবে দেখাতে শাহবাগীরা এই প্রচেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, আজ যদি তারা শাহবাগে অবস্থান না করতেন, তবে শাহবাগীরা আবারও শাহবাগ দখল করে আরেকটি শাহবাগ তৈরি করত। শহীদ মিনারে ১০ মিনিট দাঁড়িয়েই তারা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। তাই, এরপর তারা যেখানেই দাঁড়াবে, সেখানেই তাদের প্রতিহত করা হবে। তিনি আরও বলেন, এ দেশে আর কোনো শাহবাগ কায়েম করতে দেওয়া হবে না।