আগামী ঈদ রোহিঙ্গারা নিজেদের দেশে উদযাপন করতে পারবে, এমন প্রত্যাশা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১৪ মার্চ) শিবির পরিদর্শনে এসে তিনি বলেন, “এই ঈদ না হোক, আগামী ঈদ যেন রোহিঙ্গারা তাদের আপন ভূমিতে ফিরতে পারে, সেই লক্ষ্যে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করে যাবো।”
রোহিঙ্গাদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করে তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেন, “আল্লাহর কাছে দোয়া করি, সামনের বার যেন আপনারা নিজেদের বাড়িতে গিয়ে ঈদ উদযাপন করতে পারেন।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, “রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য প্রয়োজনে বিশ্ববাসীর সঙ্গে লড়াই করতেও আমরা প্রস্তুত। ঈদের দিনে মানুষ আপনজনদের কবর জিয়ারত করে, কিন্তু এই অসহায় মানুষগুলোর সেই সুযোগটুকুও নেই।”
উখিয়া রোহিঙ্গা শিবিরে আয়োজিত এক বিশাল ইফতার মাহফিলে পররাষ্ট্র উপদেষ্টা, সেনাপ্রধান এবং বিভিন্ন দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানে লাখো রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে প্রধান উপদেষ্টার ঈদ প্রত্যাবর্তনের স্বপ্ন এক নতুন আশার সঞ্চার করে।