ঈদ মানেই প্রিয়জনের সান্নিধ্যে ফেরার আনন্দ। কিন্তু এই আনন্দযাত্রায় প্রায়ই দেখা যায় টিকিট সংকট ও দীর্ঘ লাইনের ভোগান্তি। এবার যাত্রীদের সেই কষ্ট লাঘবে এগিয়ে এসেছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম, বিডিটিকেটস। আসন্ন ঈদুল ফিতরে প্ল্যাটফর্মটি লক্ষ্যমাত্রা নিয়েছে ২০ লাখেরও বেশি বাস টিকিট বিক্রির, যা ঘরে বসেই সহজে কেনা যাবে।
বিডিটিকেটস তাদের প্ল্যাটফর্মে দেশের প্রায় সব প্রধান দূরপাল্লার বাস সার্ভিসকে অন্তর্ভুক্ত করেছে, যা ঈদযাত্রাকে আরও সহজ ও নিরাপদ করে তুলবে। দেশের যেকোনো প্রান্তে যেতে ইচ্ছুক যাত্রীরা এখন সহজেই তাদের কাঙ্ক্ষিত বাসের টিকিট খুঁজে পাবেন। প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে জেলা শহর, প্রতিটি রুটের সেরা বাসগুলো থাকছে বিডিটিকেটসের তালিকায়।
টিকিট বুকিংয়ের জন্য, যাত্রীরা বিডিটিকেটস অ্যাপ ব্যবহার করতে পারেন অথবা ভিজিট করতে পারেন https://www.bdtickets.com -এ। যেকোনো প্রয়োজনে ১৬৪৬০ নম্বরে কল করে সহায়তা নেওয়া যাবে, যা সপ্তাহে সাত দিনই চালু থাকবে।
স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই টিকিট বুক করা সম্ভব। রোজা রেখে তীব্র গরমে লাইনে দাঁড়িয়ে কষ্ট না করে, ঘরে বসেই পছন্দের সিট বেছে নিয়ে পেমেন্ট করা যাবে। বিডিটিকেটসে টিকিটের মূল দাম ছাড়া অন্য কোনো অতিরিক্ত চার্জ নেই, এবং দিন-রাত যেকোনো সময়ে টিকিট কাটার সুবিধা রয়েছে।
বিডিটিকেটসের এই উদ্যোগ ঈদযাত্রাকে সহজ ও আনন্দময় করে তুলবে, যাত্রীরা এখন নিশ্চিন্তে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের প্রস্তুতি নিতে পারবেন।
“সহজ টিকিট, স্বস্তির যাত্রা”- এই স্লোগানকে সামনে রেখে বিডিটিকেটস যাত্রীদের পাশে আছে।