পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জামে মসজিদে মুসল্লিদের ঢল নেমেছে। ধনী-গরিব, ছোট-বড় নির্বিশেষে সবাই এক কাতারে দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করেছেন। মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল জাতীয় মসজিদ।
শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজের আজানের আগ থেকেই মসজিদে মুসল্লিদের উপস্থিতি শুরু হয়। সরেজমিনে দেখা যায়, রাজধানীর বায়তুল মোকাররমে বিভিন্ন গেট দিয়ে মুসল্লিরা নামাজের জন্য প্রবেশ করেন। বেলা সোয়া ১২টা পার হতেই মুসল্লিদের ঢল নামে জাতীয় মসজিদে। বেলা ১টা বাজতেই মসজিদের ভেতর-বাহির প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মসজিদের ভেতরে জায়গা না পেয়ে মুসল্লিদের রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়তে দেখা যায়। ভেতরে তিল ধারণের জায়গা না থাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা উত্তর গেটের বাইরের সিঁড়ি ও রাস্তায় নামাজ আদায় করেন।
এদিকে, পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমার নামাজ ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জাতীয় মসজিদে প্রবেশমুখে সন্দেহজনক হলে তল্লাশি করা হয়।
পল্টন মোড় থেকেই বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সামনে ও ভেতরেও ৩০ থেকে ৫০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেছেন। ভেতরে যারা কাঁধ ব্যাগ বা হাত ব্যাগ নিয়ে যাচ্ছিলেন, তাদের ব্যাগ খুলে তল্লাশি করা হয়।