অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের শ্রীভূমি জেলা থেকে চার নারীসহ ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতদের তাৎক্ষণিকভাবে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
এই অভিযানের বিষয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সীমান্ত সুরক্ষায় রাজ্যের নিরাপত্তা বাহিনীর গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, “অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। শ্রীভূমি পুলিশ আজ সীমান্ত এলাকা থেকে ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। পরবর্তীতে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।”
হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, “ভারতের সীমান্ত সুরক্ষায় আসাম পুলিশ ২৪ ঘণ্টা সতর্ক অবস্থায় রয়েছে।”
গ্রেপ্তারকৃত বাংলাদেশি নাগরিকরা হলেন আঁখি, মিষ্টি খাতুন, ইব্রাহিম শেখ, মোহাম্মদ ইয়াকুব, রেশমা বেগম এবং লিপি খান। আসামে অবৈধ অভিবাসন রোধে চলমান অভিযানের অংশ হিসেবে এই গ্রেপ্তার ও প্রত্যাবাসন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা জানিয়েছেন।
তিনি বলেন, “অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও আসাম পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।”
ভারতের হালনাগাদ জাতীয় নাগরিকত্ব আইন (এনআরসি) ও সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাস্তবায়নের পর থেকে রাজ্য সরকার অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর প্রচেষ্টা জোরদার করেছে। দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় এই রাজ্যের সঙ্গে বাংলাদেশের এক হাজার ৮৮৫ কিলোমিটার সীমান্ত রয়েছে।
বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার পর এই সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সূত্র: দ্য স্টেটসম্যান।