সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থায় শূন্য থাকা পদগুলোতে দ্রুত জনবল নিয়োগের জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
তিনি মন্ত্রিপরিষদ সচিবকে পরবর্তী উপদেষ্টা পরিষদের বৈঠকে কোন কোন প্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করা সম্ভব, সে বিষয়ে বিশদ তথ্য উপস্থাপনের নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য প্রকাশ করেন।
শফিকুল আলম জানান, তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি প্রতিষ্ঠানে শূন্য পদ পূরণের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার ওপর জোর দেন।
প্রেস সচিব আরও বলেন, “সরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে বহু পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে। সরকারের চলমান কার্যক্রম ত্বরান্বিত করতে এসব পদে দ্রুত জনবল নিয়োগ অপরিহার্য। তাই প্রধান উপদেষ্টা এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।”