সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

পুলিশ হামলা: তীব্র নিন্দা জানাল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৮ বার পঠিত

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের কাছে পুলিশের ওপর আকস্মিক হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

বুধবার (১২ মার্চ) সংগঠনের সভাপতি, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. মতিউর রহমান শেখ এবং সাধারণ সম্পাদক, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ১১ মার্চ বিকেলে ধর্ষণবিরোধী পদযাত্রার নামে ৬০-৭০ জনের একটি দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ অভিমুখে যাওয়ার চেষ্টা করে। জননিরাপত্তার স্বার্থে পুলিশ তাদের বাধা দিলে, তারা লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

এই আক্রমণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন পিপিএম গুরুতর আহত হন এবং আরও কয়েকজন পুলিশ সদস্য আঘাত পান।  বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এই ঘটনাকে ‘আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড’ হিসেবে চিহ্নিত করে এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

সংগঠনটি আরও জানায়, পুলিশ তাদের পেশাদারিত্ব ও দক্ষতা বজায় রেখে অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য পূরণে সর্বদা সচেষ্ট থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com