রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

মহেশপুর সীমান্তে বিএসএফের থেকে দুই বাংলাদেশি নাগরিককে ফেরত আনলো বিজিবি

ডেস্ক রিপোর্টার
  • আপডেট সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৪ বার পঠিত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর কাছ থেকে দুই বাংলাদেশি নাগরিককে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১১ মার্চ) রাতে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুই নাগরিককে ফেরত আনা হয়।

সীমান্তের বাঘাডাঙ্গা বিওপির ৬০/২৯ পিলারের কাছে রাত ১০টার দিকে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। মহেশপুর ৫৮ বিজিবির পক্ষ থেকে বাঘাডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বিশ্বাস এবং বিএসএফের ১৯৪ ব্যাটালিয়নের সুন্দরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি যাদব নাগেশ গৌতম বৈঠকে নেতৃত্ব দেন।

ফেরত আসা দুই বাংলাদেশি নাগরিক হলেন শ্যামল বিশ্বাস (৬৬) এবং রতন সরকার (৫৮)। শ্যামল বিশ্বাস নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নের ভুইয়াগড় গ্রামের বাসিন্দা এবং রতন সরকার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার বিকেলে এই দুই নাগরিক ভুলবশত সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলে বিএসএফ তাদের আটক করে। পরবর্তীতে, পতাকা বৈঠকের মাধ্যমে তাদের নিরাপদে ফেরত আনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com