রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০১:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা সংবাদ, প্রতিবাদ আইএসপিআর-এর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৪ বার পঠিত

ভারতের গণমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও পরিকল্পিত বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে এক বিবৃতিতে আইএসপিআর এই প্রতিবাদ জানায়।

বিবৃতিতে বলা হয়, ভারতীয় গণমাধ্যম ‘দ্য ইকোনমিক টাইমস’ এবং ‘ইন্ডিয়া টুডে’ সম্প্রতি সেনাবাহিনীতে অভ্যুত্থানের সম্ভাবনা এবং চেইন অব কমান্ড ভাঙার মতো ভিত্তিহীন ও মনগড়া প্রতিবেদন প্রকাশ করেছে।

আইএসপিআর উদ্বেগ প্রকাশ করে জানায়, এই প্রতিবেদনগুলো সম্পূর্ণ মিথ্যা এবং একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ। এর উদ্দেশ্য বাংলাদেশের স্থিতিশীলতা ও সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা।

আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ সেনাবাহিনী সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। সেনাপ্রধানের দক্ষ নেতৃত্বে তারা সাংবিধানিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘দ্য ইকোনমিক টাইমস’ একাধিকবার এ ধরনের ভুয়া খবর প্রকাশ করেছে। বারবার এ ধরনের অসত্য তথ্য প্রচার তাদের উদ্দেশ্য ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। এছাড়া, কিছু অনলাইন পোর্টাল ও বিতর্কিত টেলিভিশন চ্যানেলও এই মিথ্যা প্রচারে যুক্ত হয়েছে, যা বাংলাদেশ সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস ছাড়া কিছুই নয়।

আইএসপিআর ভারতীয় গণমাধ্যমকে ভিত্তিহীন খবর প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। একইসঙ্গে, সেনাবাহিনী সম্পর্কিত প্রতিবেদন প্রকাশের আগে আইএসপিআর-এর সঙ্গে যোগাযোগ করে যথাযথ মন্তব্য ও তথ্য প্রকাশের অনুরোধ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com