আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে পোশাক শিল্পসহ অন্যান্য শিল্পখাতে শ্রমিকদের মধ্যে সম্ভাব্য অসন্তোষ কমাতে একটি বিশেষ হেল্পলাইন চালু করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৬৩৫৭ (টোল ফ্রি) নম্বরে শ্রমিকরা সরাসরি তাদের অভিযোগ ও সমস্যা জানাতে পারবেন।
ঈদের সময় শ্রমিক পরিস্থিতির ওপর নজরদারি বাড়াতে এবং যেকোনো ধরনের অসন্তোষ দ্রুত নিরসনের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে মিলে একটি বিশেষ নিয়ন্ত্রণ কক্ষও স্থাপন করেছে, যা তাৎক্ষণিকভাবে অভিযোগ সমাধানে কাজ করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রমিকরা তাদের বেতন, কর্মপরিবেশ, ছুটি এবং অন্যান্য শ্রম সংক্রান্ত বিষয়ে এই হেল্পলাইনে অভিযোগ জানাতে পারবেন। হেল্পলাইনটি সার্বক্ষণিক চালু থাকবে এবং অভিযোগগুলো গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। সরকারের আশা, এর মাধ্যমে ঈদের আগে শ্রমিকদের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, “ঈদের আগে শ্রমিকদের যেকোনো সমস্যা সমাধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই হেল্পলাইন শ্রমিকদের সরাসরি অভিযোগ জানানোর একটি সহজ উপায় হিসেবে কাজ করবে। আমরা আশা করছি, এর মাধ্যমে শ্রমিক অসন্তোষ কমানো সম্ভব হবে।”
এছাড়াও, মন্ত্রণালয় শিল্প মালিকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে, যাতে তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করে এবং ঈদের আগে বেতন পরিশোধ করে।