রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে শিক্ষকদের মিছিলে পুলিশের বাধা, প্রেসক্লাবে ফিরে অবস্থান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৫ বার পঠিত

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন ‘যমুনা’ অভিমুখে রওনা হলে পুলিশ তাদের বাধা দেয়। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এই ঘটনা ঘটে। তবে, পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়নি এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। পুলিশের পক্ষ থেকে সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা থাকলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন।

শিক্ষকরা মিছিল নিয়ে কদম ফোয়ারার দিকে অগ্রসর হলে সেখানে আগে থেকেই অবস্থান করা পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ মানববর্ম তৈরি করে এবং বাঁশি বাজিয়ে শিক্ষকদের পিছু হটতে বাধ্য করে। এরপর শিক্ষকরা পুনরায় জাতীয় প্রেসক্লাবের সামনে এসে অবস্থান নেন।

শিক্ষক হোসনে আরা বেগম অভিযোগ করেন, সচিবালয়ের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে তাদের দাবি পূরণ হচ্ছে না। তারা শিক্ষা উপদেষ্টার সঙ্গে একাধিকবার দেখা করতে চেয়েছেন। উপদেষ্টা তাদের স্মারকলিপি দেখেছেন এবং কাজ করার আশ্বাস দিলেও, পরে আর কোনো সাড়া দেননি।

তিনি আরও বলেন, গতকাল সচিবালয়ে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় এবং আজ সকালে শিক্ষা উপদেষ্টার সঙ্গে কথা বলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার চেষ্টা করেন।

সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মো. দবিরুল ইসলাম বলেন, এমপিওভুক্তি একটি চলমান প্রক্রিয়া হলেও গত চার বছর কোনো আবেদন নেওয়া হয়নি। ২০২৫ সালে আবেদন না নেওয়া হলে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। তিনি এমপিও নীতিমালা ২০২১-এর সব শর্ত বাতিল করে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে একযোগে এমপিওভুক্ত করার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com