মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মূল অভিযুক্ত জসিম উদ্দিন ভূঁইয়া মুন্নুর স্ত্রী শারমীন আরা জেসমিনের ৩৪.৩৯ বিঘা জমি ও একাধিক স্থাপনা জব্দের নির্দেশ দিয়েছে আদালত। এর মধ্যে রয়েছে ৮১০ শতাংশের একটি বাগানবাড়ি, দুটি তিন ও চারতলা বাড়ি, ১২ হাজার বর্গফুটের টিনশেড এবং একটি আটতলা বাণিজ্যিক ভবন। এছাড়াও, তার ছয়টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা ৫ লাখ ৮২ হাজার ২২৯ টাকা জব্দ করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের উপ-পরিচালক কে এম আসাদুজ্জামান সম্পত্তি ক্রোক ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন করেন, যা বিচারক মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়, শারমীন আরা জেসমিনের স্বামী জসিম উদ্দিন ভূঁইয়া মুন্নুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় তদন্ত চলছে। তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসামি অবৈধভাবে অর্জিত স্থাবর সম্পত্তি বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছেন। এতে তদন্ত ও প্রমাণ সংগ্রহে জটিলতা তৈরি হতে পারে। তাই অভিযুক্তের সম্পত্তি ক্রোক ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা জরুরি।
২০২০ সালের ২৩ জুলাই মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে জসিম উদ্দিন ভূঁইয়া ওরফে মুন্নুকে গ্রেপ্তার করে পুলিশ।