পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। রোববার (০৯ মার্চ) সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোহাম্মদ তৌফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় আদালত কর্তৃক চার্জশিট গৃহীত হওয়ায় তাকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৩৯ (২) এর বিধান অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।