নারীদের সম্মান রক্ষা করা ইসলামের মৌলিক দাবি বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, সিয়ামের শিক্ষায় উজ্জীবিত হয়ে আমাদের পরিপূর্ণ মুত্তাকি হতে হবে। কঠোর সিয়াম সাধনার মাধ্যমে সমাজ সচেতন হয়ে মানবিক সমাজ বিনির্মাণ ও আদর্শ রাষ্ট্র গঠনে অবদান রাখতে পারি।
রোববার (৯ মার্চ) রাজধানীর কাঁটাবন কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মসজিদ মিশন মিলনায়তনে “সিয়ামের চেতনায় সমাজ ও রাষ্ট্র ভাবনা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মানুষের প্রতি দয়াশীল হতে হবে। সমাজের অবহেলিত, বঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি দায়িত্ববান হতে হবে।
মসজিদ মিশনের উপদেষ্টা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সিয়াম শুধু ব্যক্তি নয়, সমাজ ও রাষ্ট্র গঠনের অন্যতম মাধ্যম। এর মাধ্যমে আনুগত্যের এক অনন্য নজির সমাজে পরিস্ফুটিত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, সাওম আমাদের সত্যিকারের মানুষ হতে শেখায়। দুর্নীতিমুক্ত সমাজ নির্মাণ করে আদর্শবান রাষ্ট্র কায়েম করাই সিয়ামের মূল উদ্দেশ্য। এ জন্যই এ মাসে রাসূল (সা.) বদরসহ বিভিন্ন অভিযান পরিচালনা করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. আ ক ম আব্দুল কাদের। কি নোট স্পিকার ছিলেন অধ্যাপক ড. নাকিব মোহাম্মদ নাসরুল্লাহ।
সেমিনারে আরও বক্তব্য রাখেন মাদরাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নুরুল হক মিয়া, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক আতাউল্লাহ, মাওলানা মুফাজ্জল হোসাইন খান, মাওলানা আবু তাহের জিহাদী, ড. আব্দুস সামাদ, মুফতি ফখরুল ইসলাম, ড. ইকবাল হোসের ভুঁইয়া, মুফতি ফয়জুল্লাহ আশরাফ, অধ্যক্ষ শাহজাহান মাদানী, অধ্যক্ষ সাঈদুর রহমান, অধ্যক্ষ মাহমুদুল হাসান, মাওলানা আ ন ম হেলাল উদ্দীন, অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া ফেনী, অধ্যক্ষ আব্দুল বারী সাতক্ষীরা, ড. মীম আতিকুল্লাহ, মুফাসসিরে কুরআন মাওলানা আবুল কালাম আজাদ আজহারী, মুসলিম জনতা ঐক্য পরিষদের আমির পীর মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, পীর মাওলানা আব্দুল মোমেন নাসেরী, মাওলানা আজিজুর রহমান ও অধ্যক্ষ শহিদুল ইসলাম।