ঈদুল ফিতরে প্রায় দেড় কোটি মানুষ বাড়ি ফিরবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
রোববার (৯ মার্চ) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি বলেন, “ঈদের আগে রাস্তা সংস্কারের কাজটি গুরুত্বপূর্ণ। আমরা সমস্যাযুক্ত স্থানগুলো চিহ্নিত করেছি। আগামী ১৫ রোজার মধ্যে সকল সড়ক সংস্কারের কাজ শেষ করতে হবে।”
তিনি আরও জানান, ঈদের সময় গুলিস্তান, ফুলবাড়িয়া, মহাখালী, গাবতলী এবং সায়েদাবাদ টার্মিনাল এলাকায় সিসিটিভি বসানো হবে এবং সেগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।
এবার ঈদে যানজট কম হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, “ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় মানুষ ধাপে ধাপে বাড়ি যেতে পারবে। এছাড়া মহাসড়কে মোটরসাইকেল, নসিমন, করিমন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। রাস্তার পাশে হাট-বাজার বসতে দেওয়া হবে না।”
ঢাকা বাইপাসের কাজ সাময়িকভাবে বন্ধ রেখে ঈদের আগে খুলে দেওয়া হবে এবং বিআরটি করিডোরে একমুখী যান চলাচলের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক উপদেষ্টা বলেন, মহাসড়কে ডাকাতি রোধে হাইওয়ে পুলিশের সংখ্যা বাড়ানো হবে এবং টহল জোরদার করা হবে।
ঈদের সময় বাসে অতিরিক্ত ভাড়া আদায় রোধে সড়ক ও রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ টিম কাজ করবে বলেও তিনি জানান।
এদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, সড়কপথে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না।