রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। দায়িত্ব নিয়েই তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (৯ মার্চ) আনুষ্ঠানিকভাবে রাজউকের চেয়ারম্যান পদে যোগ দেন তিনি। প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম, মেজর জেনারেল (অব.) ছিদ্দিকুর রহমান সরকারের স্থলাভিষিক্ত হলেন।
চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার আগে তিনি রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি) এবং সদস্য (পরিকল্পনা) হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া, তিনি দ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
যোগদানের সময় নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, “আমি রাজউকের জন্য নতুন নই, দীর্ঘদিন ধরে এখানে সদস্য হিসেবে কাজ করেছি। রাজউকের সকল কর্মকর্তা-কর্মচারীকে নিয়ম মেনে দ্রুততার সাথে কাজ সম্পন্ন করতে হবে। কোনো অনিয়ম নজরে এলে তার বিরুদ্ধে দ্রুত ও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। রাজউকে জনবলের ঘাটতি রয়েছে, এই সমস্যা কাটিয়ে রাজধানীর উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
এ সময় রাজউক সভাকক্ষে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা তাকে স্বাগত জানান।