রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

সোনার বাজারে ফের দরপতন, তিন দিনে কমলো ভরিপ্রতি হাজার টাকার বেশি

ডেস্ক রিপোর্টার
  • আপডেট সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৭ বার পঠিত

তিন দফা দাম কমানোর পর গত ৫ মার্চ সোনার দাম বাড়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। কিন্তু মাত্র তিন দিনের ব্যবধানে সংস্থাটি আবার দাম কমানোর ঘোষণা দিয়েছে।

২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৩৮ টাকা কমিয়ে ১ লাখ ৫০ হাজার ৮৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। নতুন এই দর রোববার (৯ মার্চ) থেকে কার্যকর হবে।

এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি, ২৭ ফেব্রুয়ারি ও ১ মার্চ সোনার দাম কমানো হয়েছিল। এরপর ৫ মার্চ দাম বাড়ানোর ঘোষণা আসে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৪ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৩ হাজার ৪২৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ১ হাজার ৬৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে এ নিয়ে ১৩ বার সোনার দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৯ বার দাম বাড়ানো হয়েছে এবং ৪ বার কমানো হয়েছে।

সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা ২ হাজার ৫৭৮ টাকায় বিক্রি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com