আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৪ মার্চ থেকে। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, এবারও অনলাইনে টিকিট পাওয়া যাবে, কোনো কাউন্টার থেকে টিকিট বিক্রি করা হবে না। টানা সাত দিন ধরে এই অগ্রিম টিকিট বিক্রি চলবে।
রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বৃহস্পতিবার (৬ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদ উপলক্ষে মোট ৫ জোড়া বিশেষ ট্রেন চলবে। যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে আরও কিছু রুটে বিশেষ ট্রেন চালানো হতে পারে, তবে এখনও তা চূড়ান্ত হয়নি। যাত্রী চাহিদা অনুযায়ী রুট চূড়ান্ত করা হবে।
ঈদ যাত্রা শুরু হবে ২৪ মার্চ থেকে। ঈদযাত্রায় প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে।
এর আগে, গত মঙ্গলবার (৪ মার্চ) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের সভাপতিত্বে ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সেই সভাতেই টিকিট বিক্রির এই সিদ্ধান্ত নেওয়া হয়।