রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :

পুলিশকে কাজ করতে দিতে হবে, কেউ আইন হাতে তুলে নেব না: নাহিদ ইসলাম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৬ বার পঠিত

স্টাফ রিপোটারঃ

আজ  রাজধানীর বাংলামোটর এলাকায় এনসিপির আয়োজনে ‘গণমানুষের ইফতার’ আয়োজনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের সমাজে এখন আমরা নানারকম অস্থিরতা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলার পরিস্থিতিরও উন্নয়ন ঘটেনি আকাঙ্ক্ষা অনুযায়ী।’ তিনি বলেন, ‘পুরো রমজান মাস জুড়েই যেন দ্রব্যমূল্য আরও নিয়ন্ত্রণে থাকে এবং ঈদের সময়ে মানুষ যেন স্বস্তিতে ঈদের বাজার করতে পারে।’

নাহিদ আরও বলেন, ‘শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার চর্চা আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে করতে হবে এবং সবাই মিলেই আমরা এই সময়টা কাজে লাগাব, যেন দেশের সমৃদ্ধি হয়।’আমাদের আহ্বান থাকবে এবং আমাদের প্রত্যাশা থাকবে আমরা সবাই সহযোগিতা করব। পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে। পুলিশের কাজটা পুলিশকেই করতে দিতে হবে। আমরা নিজেরা কেউ আইন হাতে তুলে নেব না,’ বলেন তিনি। এ সময় তার সাথে উ[পস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব  আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আবদুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com