রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :

নির্বাচন যারা পেছাতে চাচ্ছে ক্ষতি তাদেরই হবে : মির্জা আব্বাস

নুসরাত জাহান
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৩ বার পঠিত

যারা নির্বাচন পেছাতে চাচ্ছে ক্ষতি তাদেরই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখে এসে সাংবাদিকের সঙ্গে আলাপকালিন তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কিছু কিছু লোক নির্বাচনপ্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরির পাঁয়তারা করছে। এতে দেশি-বিদেশি চক্রান্ত কাজ করছে। বাংলাদেশ যদি স্টেবল হয়ে যায় অনেকেরই ক্ষতি হবে। নির্বাচন যারা পিছিয়ে দিতে চাচ্ছে তাদেরও ক্ষতি হবে।

 

আজ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের এমন মন্তব্য– ‘শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়’ এর প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস বলেন, ‘ফ্যাসিস্টদের বিচার সবাই চাই। কিন্তু নির্বাচনপ্রক্রিয়া পেছানোর কোনো অজুহাত জনগণ গ্রহণ করবে না।

নতুন দলকে ধৈর্য ধরার আহ্ববান করে মির্জা আব্বাস বলেন, ‘এই নির্বাচনই তো শেষ না। এর পরও নিবার্চন হবে। নতুন দল গঠন করেই ক্ষমতায় চলে আসবে, বিষয়টা এত সহজ নয়। বিএনপি এক দিনেই এই জায়গায় আসেনি। প্রতিষ্ঠিত হতে সময় লাগে, সেটা মানতে হবে। বিএনপি প্রতিষ্ঠিত করতে প্রতিষ্ঠাতার জীবনই চলে গেছে। আমাদের চেয়ারপারসন আন্দোলন করতে গিয়ে ফ্যাসিবাদের নির্যাতনে জীবনের শেষ প্রান্তে।’

নতুন ফ্যাসিজম তৈরির আশঙ্কা  করে তিনি আরো বলেন, ‘একজনের চিন্তা, চেতনা, মতামত আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, তা হয় না। কিছু কিছু লোক ফ্যাসিস্টের মতো আচরণ করছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 nabakal.com
Design & Development BY Hostitbd.Com