নতুন ফ্যাসিজম তৈরির আশঙ্কা করে তিনি আরো বলেন, ‘একজনের চিন্তা, চেতনা, মতামত আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, তা হয় না। কিছু কিছু লোক ফ্যাসিস্টের মতো আচরণ করছেন।’
যারা নির্বাচন পেছাতে চাচ্ছে ক্ষতি তাদেরই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
আজ মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখে এসে সাংবাদিকের সঙ্গে আলাপকালিন তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কিছু কিছু লোক নির্বাচনপ্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরির পাঁয়তারা করছে। এতে দেশি-বিদেশি চক্রান্ত কাজ করছে। বাংলাদেশ যদি স্টেবল হয়ে যায় অনেকেরই ক্ষতি হবে। নির্বাচন যারা পিছিয়ে দিতে চাচ্ছে তাদেরও ক্ষতি হবে।
আজ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের এমন মন্তব্য– ‘শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়’ এর প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস বলেন, ‘ফ্যাসিস্টদের বিচার সবাই চাই। কিন্তু নির্বাচনপ্রক্রিয়া পেছানোর কোনো অজুহাত জনগণ গ্রহণ করবে না।
নতুন ফ্যাসিজম তৈরির আশঙ্কা করে তিনি আরো বলেন, ‘একজনের চিন্তা, চেতনা, মতামত আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, তা হয় না। কিছু কিছু লোক ফ্যাসিস্টের মতো আচরণ করছেন।’